অবতক খবর,২৯ আগস্ট: আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা কর্তৃক বালুরঘাট আদর্শ স্কুল পাড়ায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটি পূর্ণাবয়ব প্রতিকৃতি মহাসমারোহে বসানো হয়েছিল।
কিন্তু আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বালুরঘাট পৌরসভা কিংবা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্রোহী কবির প্রতি সম্মান জানিয়ে কোনো কিছুই করতে দেখা গেল না।
এমনকি বালুরঘাট পৌরসভা কিংবা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্রোহী কবির মূর্তিতে দেওয়া হল না কোন ফুল কিংবা মালা।
এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতিপ্রেমী মানুষের মনে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।
এই বিষয়ে বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব তথা সংস্কৃতিকর্মী কমল দাস ক্ষোভ জানিয়ে বলেন, আমি একটু আগেই আদর্শ স্কুলের ওখানে নজরুলের মূর্তির সামনে গেছিলাম।গিয়ে দেখলাম যে, ওখানে কোথাও মালা পর্যন্ত দেওয়া নেই। আমি জানিনা মিউনিসিপ্যালিটি থেকেই দায়িত্ব ছিল এটা মিউনিসিপালিটিই তো করে।স্কুল থেকেও করা দরকার ছিল,কিন্তু কেউ কিচ্ছু করেনি।