অবতক খবর, কলকাতা :সকাল সাড়ে ন’টা নাগাদ কলকাতার পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার কাছে তলিয়ে গেল একটি বাংলাদেশি জাহাজ। দুর্ঘটনা ঘটলেও জাহাজটি ডুবতে শুরু করে বেলা বারোটা নাগাদ। ততক্ষণে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ, মহেশতলা থানার পুলিশ ও স্থানীয় লোকজন ওই জাহাজের ভিতর থেকে ১৩ জন নাবিককে উদ্ধার করে আনেন।
বজবজ থেকে ফ্লাইঅ্যাস নিয়েএকটি বাংলাদেশি জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয় সকালে। উল্টো দিক থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজ আসছিল। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে নদীর চর থাকায় জাহাজ চলাচলের পথ বেশ সংকীর্ণ। কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজটি বাংলাদেশের জাহাজটিকে সতর্ক করতে থাকে। তারা ওই জাহাজটিকে নোঙর করার কথা বলতে থাকে। কোনও কারণে বাংলাদেশি জাহাজের নাবিকরা সে কথা শুনতে পাননি। সকাল সাড়ে ন’টা নাগাদ দু’টি জাহাজের সংঘর্ষ হয়।
জানা গিয়েছে ,সংঘর্ষের ফলে বাংলাদেশি জাহাজটির বেশি ক্ষতি হয়। পোর্ট ট্রাস্টের জাহাজটি গঙ্গার মাঝখান দিয়ে ডায়মন্ড হারবারের দিকে চলে যায়। তারপরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, মহেশতলা থানার পুলিশ ও স্থানীয় লোকজন বাংলাদেশি জাহাজের কাছে গিয়ে সেখানে থাকা ১৩ জন নাবিককে উদ্ধার করেন। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছিল, চোখের নীচের অংশ কেটে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।