করোনা কেড়ে নিতে চায় আমাদের সব। ঘরবন্দি আমরা, মানুষ ছাড়া শুধু নিজেদের খুঁজে পাই। কী হবে আমাদের কে জানে? এতোদিন যা শিখেছি ভুলে যাবো জীবনের মানে?
দক্ষ রূপকার
তমাল সাহা
তৃতীয় পর্বে পৌঁছে যাবে ভারতবর্ষ কাল।
আজ আমরা সকলে মিলে ঘরে,
রাত্রির উৎসবে মেতে উঠেছি
অনন্ত কলস্বরে।
আমার স্ত্রী-পুত্র-কন্যাকে আমি
পরস্পর চুম্বন করে যাই।
রাত্রির ঘনায়মান অন্ধকারে
মনসৃজাকেও পরকীয়া চুম্বন পাঠাই।
আমরা সকলে মিলে আজ ছাদে উঠি,
দেখি প্রাণ ভরে রাত্রির আকাশ।
পুত্র বলে ওঠে, ওই নক্ষত্রটিকে
কি বলে শিখিয়েছিলে তুমি
দিক নির্ণয়ের আভাস।
কন্যা বলে, আমাকে শিখিয়েছিলে
পৃথিবী ঘোরে– একে বলে চন্দ্র কলা।
কতসব নক্ষত্র ফোটে আকাশে
কত স্নিগ্ধ এই আলোকমালা।
স্ত্রী বলে, তোমরা কি দেখো আমি জানিনা,
পৃথিবী কেমন শান্ত চুপচাপ।
বুকে হাত দিয়ে বলো
আমরা পরস্পর প্রকৃতি ও মানুষকে ভালোবেসে
করেছিলাম কি কোনো পাপ!
তবে এত আলোর ভেতরেও আমরা খুঁজে পাই কেন এত অন্ধকার!
কার দোষ কার গুণ জানিনা,
শুধু চাই মানুষ জেগে উঠুক আবার
প্রকৃতির সঙ্গে মিশে
হয়ে উঠুক দক্ষ রূপকার।