আপনাদের পরিচিত বীরভূমের প্রায় মরা কাতলার জন্য কিছু ছন্দম!

দড়াম
তমাল সাহা

ঢাক বাজাবো চড়াম চড়াম
পিঠে পড়বে কিল দড়াম দড়াম
এটা কি কখনো ভেবেছিলাম!

পুলিশকে মারুন বোম
এবার তো আমার দুয়ারেই যম।
চোরে-চোরনি মাসতুতো ভাইবোন
এটা নিশ্চয়ই জানেন।
দিদি বলে, মাথায় তোর কম যায় অক্সিজেন।

মনে আছে জল বাতাসা নকুলদানা!
ধুর তোর এসপি-ডিএম!
মানবেই আমার হুকুমনামা।
আমি নই সেই কেষ্ট,গরু পাচারে শ্রেষ্ঠ
শঙ্খ ঘোষকে দিলাম গালি।
বিবেকশুদ্ধ কবিবুদ্ধদের নীরব হাততালি।

আমি কেষ্ট, বীরভূম নষ্ট
মনে পড়ে কাকে করেছিলাম গুলি?
এখন দেখি ধান খেয়ে যায় বুলবুলি
এসেছি এখানে খুব সাবধানে ছোট করে ছেঁটেছি চুলগুলি।

খেলা হবে খেলা! বুঝছি কাকে বলে খেলা।
বুঝছি এখন, কেন বলে খগেন বাপের নাম
চড়ামের পাল্টা শব্দ আছে একটা
জবাবদিহিতে বুঝলাম— দড়াম!