অবতক খবর,১৭ ফেব্রুয়ারী,দমদম : শহরের থেকে শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা, দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল রোডে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ১০ থেকে ১২ জনের ডাকাত দল। তারা বাড়ির নিচ তলার ভাড়া দেওয়া ঘরের জানলা ভেঙে ওপরে উঠে ৭০ উর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাকে ভয় দেখিয়ে, মুখে হাত দিয়ে চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করে নিয়ে যায়।
সিসিটিভিতে দেখা গিয়েছে দুষ্কৃতি দল বাড়ির ভেতরে প্রবেশ করছে, নিজের পরিচয় লুকানোর উদ্দেশ্যে মাথায় হেলমেট দিয়ে ঘরে প্রবেশ করেছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত ডাকাত দল বাড়িতে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সে সম্বন্ধে যথেষ্টই ওয়াকিবহাল ছিল। ৭৫ বছরের বৃদ্ধ শংকর মজুমদার প্যারালাইসড হওয়ার কারণে ৮ বছর ধরে শয্যাশায়ী তার স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে নাকের হাতের আংটি সমস্ত কিছু খুলে নেয় দুষ্কৃতীরা।
রবিবার রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে, পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালার গ্রিল ভেঙে ,দরজার লক খুলে দোতালায় উঠে যায়। এরপরেই বৃদ্ধ বৃদ্ধার মুখ চেপে চলে লুট। কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশীষ মজুমদার মহারাষ্ট্রে বসবাস করেন। তবে এলাকাবাসীদের দাবি এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।
তবে ঘটনাচক্রে ভাড়া দেওয়া ঘরে যুবক গতকাল রাতে বাড়িতে ছিলেন না, ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার কারণে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।সূত্রের খবর লুটের পরিমাণ প্রায় আনুমানিক ১৩ থেকে ১৪ লক্ষ টাকা।