অবতক খবর,২১ নভেম্বর: দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর অভিষেক-সুব্রত বৈঠক হলো সম্পন্ন। এবার শেষ কাটছাট করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে হবে দলের রদবদল? পড়ুন এই প্রতিবেদন

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সুব্রত বক্সী বৈঠকের পর দল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে। সাংগঠনিক রদবদলের পথে আরো একধাপ এগুলো তৃণমূল কংগ্রেস। জানা গেছে, চোখের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রদ বদলের বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার জানিয়ে দেন যে সুব্রত বক্সীর সঙ্গে বৈঠক করে কাদের কোথায় দায়িত্ব দেওয়া হবে তা নির্ণয় করা। সূত্রের খবর, রাজ্য,জেলা,ব্লক এমনকি পৌরাঞ্চলেও রদবদল হবে।

কারণ ২০২৬ এর নির্বাচন আসন্ন। বর্তমানে রাজ্যের একাধিক ইস্যুতে অস্বস্তিতে দল। নির্বাচনের আগে সেই সব অস্বস্তি কাটিয়ে নতুন করে ঝাপিয়ে পড়তে সমস্ত স্তরেই রদবদল হতে চলেছে বলে খবর। জানা গেছে, চোখের চিকিৎসার জন্য বাইরে যাবার আগেই নেত্রীর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিলেন অভিষেক। অন্যদিকে সুব্রত বক্সীকে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসে বিষয়টি স্পষ্ট করতে। সেইমত গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন সুব্রত বক্সী সেখানে দুই শীর্ষ নেতাদের সাথে রদ বদলের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

তবে রদ বদলের তালিকাতে যোগ বিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। সেই তালিকায় অনুমোদন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। এবার সেই সিদ্ধান্ত নেবেন তিনি। তবে জানা গেছে যে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলেছেন, দ্রুত রদবদল হতে চলেছে সেই প্রক্রিয়া চলছে তবে সেই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তাঁর শিলমোহর পেয়েই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করেছেন তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। জানা গেছে, উত্তরবঙ্গ এবং কোচবিহার বাদ দিয়ে বেশিরভাগ জেলাতেই জেলা কমিটিতে রদবদল হবে। কাঁথি,তমলুক, বিষ্ণুপুর,ব্যারাকপুর, পুরুলিয়া,বারাসাত এই তালিকার শীর্ষে রয়েছে বলে খবর। সূত্রে জানা গেছে ব্যারাকপুরের বেশ কয়েকটি পৌরসভার শীর্ষ নেতৃত্বদের রদবদল করা হতে পারে। টাউন সভাপতিরাও রয়েছেন আতস কাঁচের তলায়। শেষ পর্যন্ত কার উপর কোপ পড়বে তা জানতে ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্রে জানা যাচ্ছে যে,এই রদবদলের খবরে বীজপুরে নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেক কাউন্সিলর এমনও ভেবে বসেছেন যে তিনি হয়তো চেয়ারম্যান পদে বসতে চলেছেন। বিশেষ করে এই গুঞ্জন শুরু হয়েছে বীজপুরে।

সূত্রের খবর, দু’জন কাউন্সিলর এবং একজন মহিলা খুব চেষ্টা করছেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান হওয়ার। শেষ পর্যন্ত কি হবে তা তালিকা প্রকাশের পরই বোঝা যাবে।

সূত্রে জানা গেছে যে, আইপ্যাকের টিম তদন্ত করতে বীজপুরে এসেছিল। তার মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলার নাম রয়েছে এই রদবদলে।

এবার দেখার বিষয় এই যে কোন দিকে মোড় নেবে এই বীজপুরের রাজনীতি? বিস্তারিত জানতে চোখ রাখুন অবতক খবরে…