অবতক খবর,২৫ মার্চ,মালদা:- দাপুটে তৃণমূল নেতা ও ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় চলতি মাসেই আদালতে চার্জশিট জমা দেওয়ার সম্ভাবনা। খবর পুলিশ সূত্রে। আজ পুনরায় ফরেনসিক বিশেষজ্ঞর সাহায্য নেন তদন্তকারী আধিকারিকেরা।
দুলাল সরকার খুনে ব্যবহৃত আরেকটি মোবাইলের ডাটা সংগ্রহ করেন তদন্তকারী পুলিশ আধিকারিক। মালদা জেলার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উদ্ধার হওয়া ফোনের ডাটা রিকভারি করে দেন ফরেনসিক বিশেষজ্ঞ। তদন্তে এই ডাটা অনেকটাই সাহায্য করবে বলে পুলিশ সূত্রে খবর। দুলাল সরকার খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি সহ সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণ রজক ও বাবলু যাদব এখনো ফেরার।