অবতক খবর, দার্জিলিং: বছরের শুরুতেই পর্যটকদের কাছে দার্জিলিং এর তুষারপাত ষোলো আনা ভ্রমণ পিপাসাকে পূরণ করে দিল। কয়েকদিন ধরেই আবহাওয়া ইঙ্গিত দিয়ে চলেছিল তুষারপাতের। অবশেষে বৃহস্পতিবার দার্জিলিং জুড়ে নেমে আসলো তুষারপাত। গোটা পাহাড় বরফের চাদরে ঢেকে গিয়েছে।
বৃহস্সপতিবার সকালে দার্জিলিং এ বরফ পড়ে। গোটা দার্জিলিং পার্বত্য অঞ্চল বরফের চাদরে মুড়ে গিয়েছে। সান্দাকফুতে তাপমাত্রা কমে গিয়ে দাড়ায় মাইনাস তিন ডিগ্রীতে,ঘুমেও তাপমাত্রা কমে গিয়ে দাড়ায় এক ডিগ্রীতে। তাপমাত্রা নিম্নমুখী টাইগার হিলেও,তাপমাত্রা কমে যায় কালিংপং এবং কার্শিয়াং এও।