অবতক খবর, দার্জিলিং : ধসের ফলে ঘুমের ঘোরে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে দার্জিলিং জেলার রিম্বিকের লোধামায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। তাঁরাই মাটি সরিয়ে মৃতদেহগুলো উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ে বৃষ্টি চলছে। এর জেরেও মাটি নরম হয়ে যায় বলে মনে করা হচ্ছে। মাটি ধসে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক পরিবারের তিন সদস্যের।
জানা গিয়েছে, মৃত তিনজন হলেন ৩৪ বছরের নিমা তামাং, ২৯ বছরের চন্দ্রা তামাং ও ৫ বছরের নেহাল তামাং। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।