অবতক খবর,৫ জানুয়ারি,বিরাটি: দিদির সুরক্ষা কবচ বিশেষ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিরাটী মাঝেরহাটি আশ্রম পাড়া উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দিদির দূত হিসেবে বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করার প্রস্তুতি হিসেবে বিধানসভা ভিত্তিক সাংবাদিক সম্মেলন করার কথা বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসেবে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বলেন মন্ত্রী। দলনেত্রীর নির্দেশে মেনে এই সাংবাদিক সম্মেলন।
উপস্থিত ছিলেন উত্তর দমদম এবং নববারাকপুর পুরসভার পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস ও প্রবীর সাহা, উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস কর সহ উত্তর দমদম ও নববারাকপুর পুরসভার উপপুরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও দলীয় নেতৃত্বরা ।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ২ জানুয়ারি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সাথে সংযোগ রক্ষা করতে ১১ জানুয়ারি থেকে দিদির দূত হিসেবে তৃণমূলের পাচঁজন কর্মী সাধারণ মানুষের বাড়ি গিয়ে শুনবেন অভাব অভিযোগ। তুলে ধরবেন সরকারি প্রকল্পের কথা। দিদির সুরক্ষা কবচ অ্যাপে মানুষের সমস্যা ডাউনলোড করা হবে। আসবে সমাধানের পথ। নুন্যতম পাচঁ জন কর্মী বাড়ি বাড়ি যাবেন।রাজ্য সরকারের কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, সামাজিক সুরক্ষা যোজনা, সহ ১৫ টি উন্নয়ন মূলক কর্মসূচি রয়েছে সেগুলি মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তার খোঁজ নিতে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন দলের কর্মীরা।দিদির দূত হিসেবে প্রতিটি বাড়িতে গিয়ে ওইসব প্রকলসুফল যেমন তারা মানুষের সামনে তুলে ধরবেন। তেমনই এখনও কেউ ওই সমস্ত প্রকল্পের আওতায় না এলে তাদের নাম নিজেদের নথিভুক্ত করে দেবেন দলীয় কর্মীরা। কারও কোন অভিযোগ থাকলে তাও লিখে আনবেন তারা। কোনও প্রকল্প পেতে অসুবিধা হচ্ছে কিনা তাও জানতে চাইবেন দিদর দূতেরা। সংশ্লিষ্ট ব্যক্তির কোনও পরামর্শ থাকলে ও তা নথিভুক্ত করবেন দিদির দূতেরা। কর্মীরা রাত্রি যাপন করবেন। মানুষের পাশে থাকার যে বার্তা দলনেত্রী দিয়েছেন। দলকে আরো ও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করতে। ১১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি ।মানুষের দুয়ারে পৌছে দেওয়া হবে দিদির চিঠি, ক্যালেন্ডার এবং ডোর স্টিকার। নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন দিদিকে বলো, বাংলার গর্ব মমতার পর এবার দিদির সুরক্ষা কবচ নবতম উদ্যোগ।এরফলে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী সংগঠিত সংঘবদ্ধ হবে। তৃনমুল কংগ্রেস একমাত্র সংগঠিত দল মানুষের পাশে রয়েছে এবং থাকবে। বিরোধীরা নিন্দা অপপ্রচার ও কুৎসায় মেতে আছে। ওরা রয়েছে টিভি চ্যানেল ও কোর্টে। আর আমরা রয়েছি মানুষের সাথে। মানুষের পাশে।ব্যপক সাড়া ফেলবে দমদম উত্তর বিধানসভার নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভার।