অবতক খবর: দিনহাটার নাজিরহাটে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামীকে। অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি প্রার্থীর স্বামীকে মারা হয়েছে। আহত ব্যক্তি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি।
বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমা। গত মঙ্গলবার মাঝরাতে গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী প্রধান লাভলি বিবির ভাইকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহানুর হক। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার রাতের ঘটনায় বুধবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহানুরকে। অবস্থার অবনতি হলে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এদিন বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন শাহানুর। রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে শাহানুরের পেটে। অস্ত্রোপচার করা হয়েছে শাহানুরের।
গত মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা এলাকা। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি চালিয়ে খুন করেছিল আততায়ীরা। তার জেরে মারা যান বাবু হক নামের তৃণমূল কংগ্রেস কর্মী। আর আহত হয়েছিলেন ছ’জন। জলপাইগুড়ির নির্বাচনী জনসভা থেকে সে কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেই খুনের রেশ কাটতে না কাটতেই আবার রাতেই গুলি চলল দিনহাটায়। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বুধবার সকাল থেকে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমে বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে শাহানুরকে। তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে হামলা করা হচ্ছে।’