অবতক খবর , রাজ্ , হাওড়া :- বিধানসভার নির্বাচন হতে এখনো মাস ৬ দেরি , কিন্তু নির্বাচনের পূর্বেই ক্রমশ সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি।

আজকে মেদিনীপুরের অমিত শাহের সভাতে প্রাক্তন পরিবহন মন্ত্রী ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান থেকেই এই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পরে গেল। আজকে শুভেন্দু অধিকারীর দল বদলের প্রসঙ্গে এভাবেই তাকে কটাক্ষ করলেন উলুবেড়িয়া পূর্বের শাসক দলের বিধায়ক ইদ্রিস আলী।

ইতিমধ্যেই নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে দল ভাঙ্গার প্রতিযোগিতা। কিন্তু সেইদিকেই কর্ণপাত করতে নারাজ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। তিনি দাবি করেন যারা দিনের বেলাতে তৃণমূল করতো ও রাতের অন্ধকারে বিজেপি তারাই এখন দল ছাড়ছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন যাই হোক না কেন, ‘সমুদ্র থেকে মাত্র এক বালতি জল তুলে নিলে, সমুদ্রে কিন্তু তার কোনও প্রভাবই পড়ে না’।

আজকের মেদিনীপুরের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী , তোলাবাজ ভাইপো হঠানোর যে আওয়াজ তুলেছেন সেই প্রসঙ্গে বিধায়ক বলেন রাজ্যের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চাইছেন। তাই ব্যক্তি আক্রমণ না করাটাই সমীচীন বলে জানান তিনি।