অবতক খবর,১১ মার্চ,নদীয়া: দিল্লি শাসনের পর আম আদমি পার্টি এবার পাঞ্জাব অ্যাসেম্বলি ইলেকশনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে। জেলায় জেলায় মজবুত সংগঠন ইতিমধ্যেই সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।দিল্লি মডেলে ভর করে পঞ্জাবে ‘বল্লে বল্লে’ AAP-এর এ রাজ্যের প্রায় ১৫ থেকে ১৬টি জেলায় আম আদমি পার্টি ইতিমধ্যেই তাঁদের সংগঠন মজবুত করে ফেলেছে বলে দাবি।

এই প্রসঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু বলেন, দিল্লি মডেল প্রতিষ্ঠিত করতে পেরেছি। নাটকীয় পরিবর্তন হবে এবার। আজ পঞ্জাবে যা হয়েছিল, তার বীজ বপন করা হয়েচিল গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।সই সংগ্রহ করা হয়েছিল। সদস্য বাড়াতে ক্যাম্পেন চালানো হয়েছিল। এবার একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। আমরা রাষ্ট্রীয় নির্মাণ অভিযান করব।

তিনি আরও বলেন,আগামী ১০ দিনের মধ্যে বাংলা একটি রূপরেখা তৈরি হবে। আরও ঝাঁঝালো ভূমিকা নেওয়া হবে বাংলায়।
আজ, নদীয়া জেলার কৃষ্ণনগরে নগেন্দ্রনগর তাদের নিজস্ব দলীয় কার্যালয়ে পাঞ্জাব জয়ের বিজয় উৎসব করতে দেখা গেল বেশ কিছু কর্মী-সমর্থকদের। সেখানেই নদীয়া জেলার আম আদমি পার্টির অধ্যক্ষ হিসাবে কাজ করা জর্জ গেমস জানান, সমস্ত রাজনৈতিক দল থেকে আম আদমি পার্টি সম্পূর্ণ ভিন্ন।

অন্যান্য দলে নেতা দল তৈরি করে আর এখানে কর্মীরা নেতা তৈরি করে। মূলত মানুষের চাওয়া পাওয়া এবং লাঞ্ছনা-গঞ্জনা বিরুদ্ধে একত্রিত হয়ে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি এই দল। 17 টি বিধানসভায় সংগঠন থাকলেও গত পৌরসভা নির্বাচনে সাংগঠনিক ক্ষেত্র প্রস্তুত ছিল না তাই অংশগ্রহণ হয়নি তবে পঞ্চায়েতে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরী হয়ে যাবে বলে মনে করেন তিনি।