অবতক খবর , রাজ্ , হাওড়া :- দুরারোগ্য অসুখে আক্রান্ত চলচ্ছক্তিহীন প্রৌঢ়ার বাড়ি এসে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে পরিবারের হাতে তুলে দিলেন হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

বালির ধর্মতলা রোডের বাসিন্দা কুসুমলতা পরিদা বেশকিছু দিন যাবৎ নানা অসুখে ভুগিছিলেন। তাঁর চিকিৎসা চলতে চলতে সম্প্রতি তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে।

এদিকে রোগীর খরচ সামলাতে নাজেহাল পরিবারের সদস্যরা। সম্প্রতি রোগীর খরচ আর চালাতে পারছেন না তাঁরা। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য চেষ্টা করেও এতদিন তা জোগাড় করতে পারেন নি।

তাঁদের বলা হয়েছিল অসুস্থ হলেও রোগীকে নিয়ে লাইনে দাঁড়াতে হবে। কিন্তু তা সম্ভব না হওয়ায় অথৈ জলে পড়েন প্রৌঢ়ার ছেলেরা। তবে এরপর তাঁদের যোগাযোগ হয় হাওড়া পুর নিগমের স্বাস্থ্যবিভাগের সঙ্গে।

বিভাগের আধিকারিকরা এদিন সন্ধ্যায় বালির ধর্মতলার বাড়িতে কম্পিউটার, ক্যামেরা সহ সমস্ত ব্যবস্থা সঙ্গে নিয়ে এসে তাঁর ছবি তুলে কার্ড তৈরি করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।