অবতক খবর,১৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিগছ, জাগিরবস্তি এবং গোয়ালগছ কবরস্থানে যাওয়ার মূল রাস্তা।

এটি বাউরি গাছ আদিনা মসজিদ থেকে সিপিডব্লিউডি রাস্তা অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া কাঁটাতারের বেড়ার নিকটবর্তী রাস্তা। । এই তিন গ্রামের কবরস্থানে যাওয়ার মূল রাস্তায় হলো এটি। গ্রামের কেউ না ফেরার দেশে চলে গেলে তাকে কবরস্থ করতে যাওয়ার সময় দুই থেকে তিন ফুট জল পেরিয়ে যেতে হয়। বিশেষ করে যারা বাইরে থেকে কবরস্থ করতে আসেন তারা নানান ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন ।

আর এই রাস্তা মেরামতের দাবি তুলেন স্থানীয়রা। তাদের দাবি এই তিনটি গ্রামের মানুষ ঘুম থেকে উঠলেই এই রাস্তা ধরে বিভিন্ন কাজে যেতে হয় , বিভিন্ন জায়গায়। এমনকি খেমচরনগছ এবং গ্লান্ডি গর থেকে যে পড়ুয়ারা টিউশন পড়তে আসে গ্রামে ফলে তাদেরকেও এই কাদায় পড়তে হয়।।

টোটো গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াই সম্ভব নয় এ রাস্তা দিয়ে। তাই বাউরিগছ গ্রামের মেম্বার এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এই রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন গ্রামবাসীরা । এ রাস্তা মেরামত এর ব্যাপারে স্থানীয় অর্থাৎ বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যআর স্বামী জয়নাল হক জানিয়েছেন যে , রাস্তার অবস্থা খারাপ রয়েছে তবে আমি এ রাস্তার ব্যাপারটি উর্দ্ধতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিল্লুর রহমান জানিয়েছেন যে ইতিমধ্যেই এই তিনটি গ্রামে প্রায় দেড় কোটি টাকার কাজ চলছে। তবে বাউরীগছ আদিনা মসজিদ থেকে জাগিরবস্তি এবং গোয়াল গছ কবরস্থানে যাওয়ার যে মূল রাস্তা সে রাস্তা আগামীতে মেরামতের আশ্বাস দিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান।।