অবতক খবর,২ আগস্ট,দেবব্রত মন্ডল,বাঁকুড়া : দীর্ঘদিন ধরে একেবারে বেহাল হয়ে পড়েছে যাতায়াতযোগ্য রাস্তা কিন্তু তারপরেও রাস্তার সংস্কারের ব্যাপারে কোনরকম উদ্যোগ গ্রহণ করছে না স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন । যার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতে সকলকে ।
এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর থেকে দামোদর নদী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা । রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত একটু বৃষ্টি হলেই সেখানে জমছে জল ফলে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ । এই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে কিন্তু তারপরেও প্রশাসন কেন রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না তাই নিয়ে উঠছে প্রশ্ন ।
সাধারণ মানুষের দাবি , বারবার স্থানীয় পঞ্চায়েতকে বেহাল রাস্তার দশা জানানো হয়েছে কিন্তু রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না । ফলে রাতের অন্ধকারে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ ।
এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তথা সোনামুখী গ্রামীণ মন্ডল ২ এর বিজেপির সহ-সভাপতি তাপস সরকার বলেন , তৃণমূল কংগ্রেসের আমলে এই রাস্তার কোন কাজ হয়নি । এছাড়াও তিনি বলেন , তৃণমূল কংগ্রেস টাকা আত্মসাৎ করবে নাকি উন্নয়ন করবে ।
তবে রাস্তা দ্রুত সংস্কার হবে আশ্বাস দিয়েছেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । তিনি বলেন , আমরাই আন্দোলন করে রাস্তাটি তৈরি করেছি । তবে এই সমস্যার কথা জেলাতে পাঠানো হয়েছে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে জানান তিনি ।