অবতক খবর , শিলিগুড়ি :          দীর্ঘ আটমাস ধরে আর্থিক সমস্যাতে ভুগছেন রাজ্য সরকারের মৃক্তিকা পরিক্ষাগারের সঙ্গে যুক্ত কর্মীরা। জানা গিয়েছে, রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কৃষি দপ্তরের মৃত্তিকা পরীক্ষাগারে চুক্তিভিত্তিক কর্মীদের জানুয়ারি মাসে চুক্তি শেষ হওয়ার পর তা পূনর্নবীকরণ হয়নি। প্রায় আট মাস ধরে তাদের কাছে কোনো কাজ নেই।

তারা জানান, এই কাজের মধ্য দিয়ে প্রায় ১৩৩ টি পরিবার নিজেদের খাদ্যসংস্থান করে থাকে। কাজ বন্ধ থাকার দরূণ চরম অর্থনৈতিক সমস্যার মুখে পড়ছেন তারা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন ‘শীঘ্রই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক’।