অবতক খবর , পিন্টু প্যাটেল ,পূর্ব বর্ধমান :- ২২ বছর তৃণমূল কংগ্রেস করে দলে কোন রকম মর্যাদা না পেয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন হেমন্ত পান্ডে। দীর্ঘদিন লোকসভা, বিধানসভা ,পৌরসভা, বিভিন্ন ভোটে এজেন্ট হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাজ করে গেছেন।
তার পাশাপাশি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের সঙ্গে সক্রিয়ভাবে হাতে হাত মিলিয়ে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছেন হেমন্ত পান্ডে,কিন্তু কোনোরকম দলের সম্মান না পেয়ে অবশেষে ১০ জন তৃণমূল কর্মীদের নিয়ে হেমন্ত পান্ডের হাত ধরে, ৫ নম্বর বিজেপি নগর মন্ডল সভাপতি এবং ৫ নম্বর বিজেপি যুব মোর্চার সভাপতি তাদের হাত ধরে ২১ নম্বর ওয়ার্ডে নতুন গঞ্জ এলাকায় একটি কর্মীসভায় যোগ দিলেন হেমন্ত পান্ডে।
একই দিনে শুভেন্দু অধিকারী থেকে বিজেপিতে যাওয়া , আরেক দিকে গোটা জেলা জুড়ে এই ভাবেই তৃণমূলের ভাঙ্গন ধরেছে বলে জানাচ্ছেন বিজেপি সমর্থক এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কর্মীরা।
৫নম্বর নগর মন্ডল বিজেপি সভাপতি বিনোদ প্যাটেলের হাত দিয়ে তুলে দেয়া হলো বিজেপির দলীয় পতাকা, তৃণমূল থেকে আসা বিজেপিতে ১০জন সদস্যদের।