অবতক খবর,৬ ফেব্রুয়ারি,নদীয়া:- দীর্ঘ 28 বছর পর আবারও শান্তিপুর পাবলিক লাইব্রেরী মেতে উঠল বাণী বন্দনায়। মূলত লাইব্রতে কর্মী সংখ্যা কমে যাওয়ার কারণে এতদিন বন্ধ ছিলো বলে অনুমান বর্তমান কমিটির। তবে অফিস সামলানোর পরেও লাইব্রেরীতে স্বেচ্ছাশ্রম দেওয়া অসীম প্রামানিক জানান, তিনি অত্যন্ত খুশি আবারও কচিকাঁচারা ঠাকুর দেখতে আসছে লাইব্রেরীতে।
পাবলিক লাইব্রেরী বর্তমান সম্পাদক পলসন ঘোষ জানান, অত্যন্ত নিষ্ঠার ভরে পুজো এবং বিসর্জনের পর্ব সাঙ্গ হবে। সাধারণ মানুষ খুশি হয়েছে এটাই আমাদের বড় প্রাপ্তি, কারন স্বার্থপর পাবলিক লাইব্রেরী বহু পুরাতন এবং শান্তিপুরের সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান পীঠস্থান।