অবতক খবর,২২ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:  রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে মন্তেশ্বর এলাকায় দুইদিন ধরে বৃষ্টি ও ঝরো হাওয়া শুরু হয়েছে । চিন্তায় রয়েছে রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে মন্তেশ্বর এলাকার সাধারণ মানুষ থেকে সবজি চাষিরা। দুই দিন আগে থেকে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা দেখা যায়। বৃহস্পতিবার ও শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পূর্ব আভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর ।

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সতর্কতা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে সতর্ক মন্তেশ্বর এলাকার প্রশাসনও। আবহাওয়া দপ্তরের কথামত শুক্রবার সকাল থেকে মন্তেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে ঝরো হাওয়া শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝরো হাওয়ায় চিন্তায় ফেলেছে মন্তেশ্বর এলাকার সবজি চাষীদের।

তাই মন্তেশ্বরের লোহার গ্রাম এলাকায় ধানের চাষের থেকে সবজির চাষ বেশি হয়। তাই এই এলাকার প্রায় বেশিভাগ চাষীরা সারা বছর বিভিন্ন সবজি চাষ করে সংসার চালায়। লোহার গ্রামের সবজি চাষী জারু ঘড়ুই, সঞ্জয় রায় , প্রতাপ বাগরা জানান আমরা ধান চাষের থেকে সারা বছর সিজিন অনুযায়ী পটল ঝিঙে, বেগুন, কাঁচা লঙ্কা, উচ্ছে, ঢেঁড়স, সহ বিভিন্ন ধরনের সবজির চাষ করি। তাই এইদুই দিনে আবহাওয়ার পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগে ঝরো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার ফলে সবজির গাছ, ও ফুল ফল নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে সবজি চাষে দারুন ক্ষতি হয়।

আজকের আবহাওয়ার এই দুর্যোগ ঘনীভূত হওয়ায় শুক্রবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ঘন ঘন বৃষ্টির ফলে চিন্তায় মাথায় হাত জানায় চাষিরা। ঝড-বৃষ্টি আরো বেশী ভাবে আকার ধারণ করে তাহলে সব সবজির গাছ থেকে ফল ফুল সব নষ্ট হয়ে গিয়ে সব মরে যাবে গাছপালা। এর ফলে আমাদের অনেক ক্ষতি হবে এবং সংসার চালানোই দায়ভার হয়ে যাবে বলে জানান লোহার গ্রাম এলাকার সবজি চাষিরা।