অবতক খবর :: জলপাইগুড়ি :: ১০জুলাই ::    গোপন সুত্রে খবরের ভিত্তিতে দুই আন্তর্জাতিক বন্যপ্রাণী দেহাংশ পাচারকারী কে গ্রেপ্তার করলো বনদপ্তরের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা। দার্জিলিং থেকে নেপালে ৫০০গ্রামের একটি হাতির দাঁত পাচার করার ছক করছিলেন এই দুই পাচারকারী। কালিংপং এর মংপং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই পাচারকারীদের। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে আরো জেরা করা হবে।

এদিন জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হচ্ছে।সেই মোতাবেক আমরা টিম নিয়ে অভিযানে যাই।কালিম্পং এর মংংপং এলাকা থেকে দুইজনকে আটক করি। তাদের কাছে প্লাস্টিকের ব্যাগের মধ্যে হাতির দাঁত পাই। হাতির দাঁতটির ওজন ৫০০ গ্রাম। আজ ধৃত দু’জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

সঞ্জয় দত্ত জানান ধৃতদের জেরা করে জানা গেছে তারা আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িতে। তারা দার্জিলিং থেকে কালিম্পং এ ডেরা গেরেছিল। এই বন্যপ্রাণীর দেহাংশ তারা নেপালে পাচারের ছক কষেছিল। আমরা ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব এর সাথে আর কে কে জড়িত আছে। ধৃতদের কাছ থেকে আরবের টাকা ও দশটি ATM কার্ড উদ্ধার হয়েছে।তাদের মোবাইলে বন্যপ্রাণীর পাচারের বেশ কিছু তথা পাওয়া গেছে বলে জানান সঞ্জয় দত্ত ।