অবতক খবর,৩১ জানুয়ারি: জগদ্দল স্টেশানের কাছ থেকে এক জুটমিল কর্মির মৃতদেহ উদ্ধার করলো জগদ্দল থানার পুলিশ। মৃত ওই জুটমিল কর্মির নাম রাজকুমার চৌধুরী।
দুই দিন ধরে নিখোঁজ ছিলো রাজকুমার।আজ দুপুর ২ টা নাগাদ নিকাশি নালা থেকে রাজকুমার এর মৃতদেহ উদ্ধার হয়।প্রথমে এলাকার বাসিন্দারা ড্রেনের মধ্যে মৃতদেহ দেখতে পায়।এরপরই পুলিশ কে খবর দেয় তারা।খুন!! না দুর্ঘটনায় মৃত্যু তদন্তে পুলিশ।