অবতক খবর,৭ আগস্ট,মলয় দে নদীয়া:-উত্তপ্ত পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার সরকার পড়ে গিয়েছে ইস্তফা দেওয়ার সাথে সাথেই পরিবারকে নিয়ে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে সরকার পড়ে যাওয়ার পরেও এখনো শান্ত হয়নি পড়শী দেশ। আর এরই মধ্যে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা একাধিক বাংলাদেশী নাগরিকেরা।
প্রতিদিন বহু বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম কারণ চিকিৎসা। বাংলাদেশে থেকে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেশি উন্নত। সেই কারণে ই চিকিৎসা করাতে কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ইত্যাদি বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা লেগেই থাকে গোটা বছর ধরে।।
ঠিক তেমনি বাংলাদেশের রাজশাহী থেকে অসুস্থ বাবাকে ব্যাঙ্গালোরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহীর বাসিন্দা আল আমিনের। তবে দেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য তারা চিন্তায় ছিলেন ভারতে আসতে পারবেন কিনা। সোমবার দিন পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না ভারতে আসা নিয়ে। কারণ নিরাপত্তা জনিত কারণে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কারফিউ উঠে যায় এবং তারপরে ধীরে ধীরে সীমান্তগুলি খোলা হয়।। এবং ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয় যাতায়াত।
এরপরেই মঙ্গলবার আল আমিন তার অসুস্থ বাবাকে কোনরকমে নদীয়ার গেদে সীমান্তে নিয়ে এসে পৌঁছান।।
তারা জানান দুই দেশের সীমান্ত কি বাহিনীদের তৎপরতাতেই বাবাকে নিয়ে আসা সম্ভব হয়েছে তার। এরপরে এখান থেকে তারা চলে যাবে শুধু ব্যাঙ্গালোরে।