অবতক খবর , অভিষেক দাস , মালদা :- দুই বিঘা জমি নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর হাই স্কুল মাঠ এলাকায়। ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তপন রায়(৪০)। অভিযুক্তের নাম দ্বিজেন্দ্রনাথ দুবে। মৃতের আত্মীয়রা জানাই, তপন রায়ের জমির পাশে দুই বিঘা জমি রয়েছে দ্বিজেন্দ্রনাথ দুবের। সেই জমিটি দ্বিজেন্দ্রনাথ দুবে অন্যের কাছে বিক্রি করছিল। ঘটনা জানতে পেরে তপন রায় তার কাছে জমিটি বিক্রি করার জন্য দ্বিজেন্দ্রনাথকে বলে।

আর এই নিয়ে শুরু হয় দুজনার মধ্যে বচসা। অভিযোগ এরপরই দিজেন্দ্র নাথ ও তার দলবল তপন রায়কে বাঁশ দিয়ে পিটাতে শুরু করে। ঘটনায় রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। ঘটনার চিৎকারে গ্রামের বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামের বাসিন্দারা তপন রায়কে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করে। ঘটনায় দিজেন্দ্র নাথ দুবে সহ পাঁচ জনের নামে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে,মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দিজেন্দ্র নাথ দুবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।