অবতক খবর,২৫ মার্চ: মঙ্গলবার মামুদপুর পঞ্চায়েতের অধীনস্থ রাজেন্দ্রপুর অঞ্চলে আইএনটিটিইসির নেতা তথা পঞ্চায়েতের জনস্বাস্থ্য ও শিক্ষার সঞ্চালক সমীর মন্ডলের উদ্যোগে একদিনের বিজ্ঞপ্তিতে দ্বিতীয় বর্ষের রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।
তার পাশাপাশি রক্তদান মোবাইল ভ্যানে ফিতে কেটে রক্তদানের শুভ সূচনা করলেন নৈহাটির বিধায়ক সনৎ দে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার, ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।