অবতক খবর, সংবাদদাতা, বারাসাত :: শিশু শ্রমিক উদ্ধারে বারাসাত জেলা পুলিশের সাফল্য। দুটি পাউরুটির বেকারিতে সাত নাবালক কে শিশু শ্রমিক হিসাবে খাটানো হচ্ছিল তাদের। অবশেষে রবিবার রাতে অশোকনগর থানার বিশেষ অভিযানে উদ্ধার করল শিশু শ্রমিক হিসেবে অবৈধ ভাবে নিযুক্ত করা সাত নাবালককে। ঘটনায় গ্রেফতার এক,পলাতক দুই ।
যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নাবালক দের অবৈধভাবে শ্রমে বেকারি দুটিতে যোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত। এই দুটি বেকারি হ্যালো পাপা ও হ্যালো বাপ্পা। অশোকনগর থানা এলাকায় দোগাছিয়া ভুরকুন্ডা দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছিল। এখানেই নাবালকদের অবৈধভাবে শ্রমিক নিযুক্ত করার অভিযোগ উঠেছিল।
বিশেষ সুত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালায়।বেকারির দুজন মালিক পলাতক। উদ্ধার হওয়া নাবালকদের বারাসাত কিশালয় হোমে পাঠানো হয়েছে। বারাসাত জেলা পুলিশের সুপার অভিজিৎ ব্যানার্জী সাংবাদিক বৈঠক করে জানান, শিশু শ্রমিক হিসেবে নাবালক দের কাজে লাগানো অপরাধ এবং পুলিশ এ বিষয়ে বিশেষ গুরুত্ব সহযোগে দেখছে। পুলিশ সুপার এও জানান, পলাতক দের ধরার জন্য পুলিশ তল্লাশি জারী রেখেছে।।