অবতক খবর,২১ আগস্ট: আজ হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের এক একাদশ শ্রেণীর ছাত্রী এবং হালিশহর হাই স্কুলের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর হাতে তাদের সমস্ত পাঠ্যপুস্তক তুলে দিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরা দুজনেই অত্যন্ত মেধাবী এবং দুঃস্থ।

অর্থাভাবে তারা বই কিনতে পারছিল না। সেই কারণে বইয়ের জন্য তারা বিধায়কের কাছে আবেদন করে। আর বিধায়ক তাদের আবেদনে সাড়া দিয়ে তাদের হাতে আজ সমস্ত বই তুলে দেন।

এতে অত্যন্ত খুশী ওই দুই ছাত্রী এবং তাদের পরিবার। বইগুলি দেওয়ার জন্য তারা বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে এ প্রসঙ্গে বিধায়ক সুবোধ অধিকারী বলেন, এই দুই ছাত্রী অত্যন্ত মেধাবী। দুজনেরই ৯০ শতাংশের বেশি নম্বর রয়েছে। কিন্তু তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে তারা বই কিনতে পারেনি। বিষয়টি আমার নজরে আসে এবং আজ আমি তাদের যাবতীয় বই কিনে তাদের হাতে তুলে দিয়েছি।