অবতক খবর, ৬ আগষ্ট, ইটাহার : দুটি দশ চাকা লরির সংঘর্ষে মৃত এক গুরুতর আহত এক। বৃহস্পতিবার ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে ইটাহার থানার কুরমারনপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানাযায়, কুরমানপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মালদা মুখে একটি মাল বোঝাই দশ চাকা লরি বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় মালদা মুখী অন্য একটি দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাল বোঝাই লরির পিছনে ধাক্কা মারলে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বেরিয়ে থাকা রড পিছন থেকে ধাক্কা মারা লরির খালাশির পেটে ঢুকে যায়। এই ঘটনার ফলে দাঁড়িয়ে থাকা লরি রাস্তার ধারে নয়ানজুলিতে পরে যায় এবং পিছন থেকে ধাক্কা দেওয়া গাড়িটি দুমরে মুচরে যায়। ঘটনা স্থলে মারা যায় লরির খালাসি ও চালক গুরুতর আহত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অল্পের জন্য রক্ষা পায় রাস্তার ধারের বেশ কয়েকটি বাড়ি। খবর দেওয়া হয় ইটাহার থানায়। পুলিশ এসে গুরুতর আহত চালক নেপাল চিত্রকর(২৫) উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতাল পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। মৃত লরির খালাসিকে উদ্ধার করে রায়গজ্ঞ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার দুপুর নাগাদ ইটাহার থানার পুলিশ ঘাতক লরি গুলি আটক করে থানায় নিয়ে যায়।