অবতক খবর , পাপাই , পূর্ব মেদিনীপুর :- দীর্ঘ কয়েক মাস লকডাউন কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে দীঘা। ক্রমশ পর্যটক আসা শুরু করেছে দীঘা পর্যটন কেন্দ্র। কিন্তু করোনা আবহ এখনো কাটেনি। আর কয়েকদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। পর্যটকরা দিঘাতে এই পুজোর সময় ছুটি কাটাতে আসে ।
তাই করোনার মাঝে যাতে না কোন বড়োসড়ো বিপদজনক পরিস্থিতি না ঘটে তাই নিয়ে দীঘায় প্রশাসনিক বৈঠক করলেন, পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস সহ প্রশাসনিক আধিকারিকেরা।
পূর্ব মেদিনীপুর জেলার শাসক পার্থ ঘোষ জানান যে এবছর পূজোতে বেশি সংখ্যায় পর্যটক আসতে পারে দীঘায় ।কারণ বাইরে পর্যটকরা যেতে পারছে না। তাই দীঘা হোটেল অ্যাসিস্ট্যান্ট কড়া পদক্ষেপ এবং ট্রাফিক এর বড় ভূমিকা পালন করতে হবে। খুব ভালো মিটিং হয়েছে আমরা আশা করছি ,এই পর্যটন কেন্দ্রে পুজো মরশুমে পর্যটকদের যে ভীড় হবে ,প্রশাসনের সে দিকে করা নজর থাকবে।