অবতক খবর অভিষেক দাস,মালদা :- করোনা সংক্রমনের জেরে বন্ধ অধিকাংশ যাত্রীবাহী রেল পরিষেবা। মালদা দিয়ে মাত্র একটি যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চলাচল করছে। আর সেই পরিস্থিতির মধ্যে দুর্ঘটনার পরিস্থিতির প্রস্তুতি সামলাতে মক টেস্ট করলো পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে মালদা টাউন রেল স্টেশন সংলগ্ন এলাকাতেই এই মকটেস্টের আয়োজন করা হয়। এই নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ।

তৃনমূলের জেলার ইংরেজবাজার টাউন সভাপতি তথা রেলওয়ে ইউজারস্ কনসালটেটিভ কমিটির মালদা শাখা সংগঠনের আব্বায়ক নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, মক টেস্ট করে প্রহসন করা হচ্ছে। যেখানে অধিকাংশ যাত্রীবাহী রেল বন্ধ। মালদা থেকে একটা  দূরপাল্লার ট্রেন চলছে। সে ক্ষেত্রে এই ধরনের মক টেস্ট করার কোন প্রয়োজন নেই। এতে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে। বরঞ্চ রেল হাসপাতালের চিকিৎসা পরিষবা দিকে উন্নতির করার লক্ষ্যে  নজর দেওয়া উচিত কর্তৃপক্ষের। রেল কলোনি এলাকায় করোনা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। সেইসব না করে অযথা সামাজিক বিধি না মেনে রেলের মক টেস্ট করা হচ্ছে। খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে । এরকম ঘটনার আমরা নিন্দা করছি।