অবতক খবর,১৮ জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর কেটে গেছে ২৪ ঘণ্টা ।তবে কাটেনি আতঙ্ক ,কাটেনি ভয়ের রেশ

কান পাতলে সোনা যায় শব্দ চিৎকারের ।কারা যেন বলছে বাঁচাও, বাঁচাও , তবে এত মানুষের হাহা -কার,
এক মুহূর্তে যেন সব মিশে গেল অন্ধকারে হারালও প্রিয় জন ।তবে এত কিছুর জন্য দায়ী কে ,বা কারা ?
সিগন্যাল বিভ্রাট? না কি দায়ী রেল কতৃপক্ষ?

সূত্রের খবর ,কাঞ্চঞ্জঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর কেটে গেছে ২৪ ঘন্টা এই ঘটনার জেরে বন্ধ ছিল যাত্রী বহু ট্রেন চলাচল ।তবে জানা যায় ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে সোমবার দুপুর থেকেই দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা।
ওই ঘটনার পর সন্ধ্যেতে ইঞ্জিন পরীক্ষা, নিরীক্ষা, মাধ্যমে দেখা হয় ইঞ্জিন ভাল ভাবে কাজ করছে কি না ।এর পর রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় যে আফ লাইনে স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করবে ।তবে ,খুব ধীরে ধীরে ওই লাইনের মধ্যে দিয়ে মঙ্গলবার ট্রেন চলাচল শুরু হয় |

তবে আরেকবার প্রশ্নের মুখে পড়তে হয় রেল কতৃপক্ষকে ?জানা যায় ডিআরএম সুরেন্দ্র কুমার কে এ বিষয়ে প্রশ্ন তুললে তিনি জানান
তাঁরা প্রথমিক ভাবে কাজও শুরু করেছেন। তাঁরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। বয়ানও নথিবদ্ধ করা হবে।” একই সঙ্গে তিনি দুর্ঘটনার নেপথ্য কারণ হিসাবে একাধিক ‘অসঙ্গতি’র কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়, “দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধান করা হবে। তবে প্রাথমিক ভাবে অনেক অসঙ্গতি ধরা পড়েছে।তবে সাথে তিনি জানান ইতি মধ্যে যাতে স্বাভাবিক ভাবে ট্রেন চলে তার কাজ শুরু হয়ে গেছে । এবং যাত্রী বহুল ট্রেনও পারাপার করানো হচ্ছে ওই লাইন দিয়ে এমনটাই জানালেন তিনি ।