অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়ি :     পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগানোর উদ্যোগ নিল জলপাইগুড়ি পুলিশ। জানা গেছে শহরে প্রায়শই সাইকেল-গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটছে। বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় সকাল থেকেই এই কাজ শুরু করা হয়।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের ওসি শান্তা শীল বলেন, ” রাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীদের জখম ও মৃত্যুর ঘটনা ঘটছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নির্দেশে সাইকেলগুলিতে রিফ্লেক্টিভ প্লেট লাগানো হচ্ছে। এই রিফ্লেক্টিভ প্লেটে আলো পড়লেই পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে। “