অবতক খবর, সংবাদদাতা ::২০শে,ডিসেম্বর :: বর্ধমান ::: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধামান আরামবাগ রোডে NH 7 এ দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিল পুলিশ।

সেহারাবাজার ট্রাফিক ওসি ও রায়না থানার সেহারা পুলিশ ফাঁড়ির আইসি এর ব্যবস্থাপনায় গাড়ির গতিবেগ মাপার জন্য মিরাবাজার এলাকায় স্পীড রেডার গান মেশিন বসানো হলো।

40 স্পীডের উপরে যে সমস্ত ট্রাক গাড়ি চালাচ্ছেন তাদের কে ধরে ফাইন করা হচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এর ফলে এই রোডের ওপর দুর্ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছে।

সূত্রের খবর নবান্নের নির্দেশে বিভিন্ন পুলিশ কমিশনারেট গুলির আওতায় থানা গুলিকেও একই নির্দেশ জারি করা হয়েছে । সূত্রটি আরও জানিয়েছে যে ইতিমিধ্যেই কিন্তু সেই মোতাবেক বিভিন্ন হাইওয়েতে এবং বড় সংলগ্ন ব্যস্ত রাস্তাগুলিতেও চেকিং শুরু হয়েছে ।