অবতক খবর,২১ ফেব্রুয়ারিঃ দুর্ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার বেলায় নৈহাটি সাব রেজিস্ট্রি অফিসে বিক্ষোভ দেখাল ব্যারাকপুর বার এসোসিয়েশনের কয়েকজন আইনজীবী। পয়সার বিনিময় ছাড়া এখানে কোনও কাজ হয় না, এই অভিযোগ তুলে তারা অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার প্রণব পোদ্দারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। রেজিস্ট্রি অফিসে উত্তেজনার সামাল দিতে আসে নৈহাটি থানার পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, এখানে টাকা দিলেই কাজ হয়। রেকর্ড রুমে শিবু নামে এক অস্থায়ী কর্মীকে দিয়ে কাজ করানো হয়। অভিযোগের তির রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্কের বিরুদ্ধে। যদিও রেজিষ্ট্রি অফিসের হেড ক্লার্ক শেখ জাহিরউদ্দিন বলেন, অভিয়োগ ঠিক নয়। জাহিরউদ্দিনের দাবি, পার্টিশন দলিল নিয়ে সোমবার এক আইনজীবীর সঙ্গে রেজিস্টারের কথা কাটাকাটি হয়। ওই আইনজীবী রেজিস্টারকে গালিগালাজ করেছিলেন। সেই ঘটনা ধামাচাপা দিতেই এদিনের ঘটনা।