অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::     অভিশপ্ত করোনা ভাইরাস সারা বিশ্বকে যেভাবে গ্রাস করে রেখেছে, তার থেকে নিস্তার পায়নি আমাদের বাংলা তথা ভারতবর্ষ। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে সারা দেশ জুড়ে লকডাউন চলছে এবং তার জন্য সবকিছুই আজ স্তব্ধ।

এই অচল অবস্থায় বাংলার সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে চাকদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দাওয়া হল।এই পরিপ্রেক্ষিতে চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দীপক চক্রবর্তী মহাশয় বলেন। চাকদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিভিন্ন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কমিটির সহযোগিতায় চাকদাহ পৌর এলাকার ২১ টি ওযার্ডে করোনাই ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। ইতিমধ্যে কুড়িটি ওয়ার্ডে সম্পূর্ণ হয়েছে আজ ১৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৭০০ লোকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

দলের তরফ থেকে বক্তব্য এবং রাজ্য সরকারের দেওয়া গাইডলাইনস সবার মানা দরকার মানার জন্য আবেদন জানাচ্ছি,সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ,মানুষকে মাক্স পড়তে হবে, বাড়িতে থাকতে হবে, আমরা পৌরসভার তরফ আবেদন জানিয়েছি তিন দিন বাদে একদিন বাজারে আসুন। কোন মানুষ বাইরে না বেরোলে বাড়িতে করোনা প্রবেশ করতে পারবে না। করোনার এখন পর্যন্ত কোন ওষুধ বেরোয়নি করোনার ওষুধ আমরা মনে করি সরকারি গাইডলাইনস মেনে চলা। তিনি এও বলেন। বাংলার প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক। এটাই আমাদের প্রধান লক্ষ্য।