অবতক খবর,২৫ মার্চ,দেবব্রত মন্ডল,বাঁকুড়া :- দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভান্ডারের নামে প্যাকেট জাত স্ন্যাক্সে মজেছে আট থেকে আশি, প্যাকেট খুললেই মিলছে হরেক গিফ্ট । যা নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা ।

রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় দুই প্রকল্পের নামে এবার বাজারে এল প্যাকেট জাত স্ন্যাক্স। গত কয়েকমাস ধরে বাঁকুড়ার বাজারে দেদার বিকোচ্ছে দুয়ারে সরকার ও লাগে লক্ষ্মীর ভান্ডার নামের ওই দুই স্ন্যাক্সের প্যাকেট। প্যাকেট খুললেই মিলছে বিভিন্ন ধরনের অলঙ্কার ও নগদ টাকার কুপন।

বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য শেষ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে সরকার প্রকল্প। গ্রামে গ্রামে রীতিমত শিবির করে এই দুয়ারে সরকার প্রকল্পে সুবিধা পেয়েছেন বহু উপভোক্তা। ফলে দ্রুত জনপ্রিয়তা পায় দুয়ারে সরকার প্রকল্প। একই ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে সাধারণের মধ্যে। এবার ওই দুই প্রকল্পের জনপ্রিয়তা নিজেদের মার্কেটিং স্ট্র‍্যাটেজিতে কাজে লাগালো স্ন্যাক্স প্রস্তুতকারকরা। সম্প্রতি রাজ্য সরকারি ওই দুই প্রকল্পের নামে নিজেদের দুটি প্যাকেটজাত স্ন্যাক্সের ব্র‍্যান্ড তৈরী করেছে একটি সংস্থা।

কোন সংস্থা ওই দুই ব্র‍্যান্ড বাজারে ছেড়েছে তা প্যাকেটে স্পষ্ট উল্লেখ না থাকলেও অল্প দিনেই ওই দুই প্যাকেটজাত স্ন্যাক্সও রীতিমত জনপ্রিয়তা কুড়িয়েছে বাজারে । আর তা হবে নাই বা কেন?  ওই দুই প্রকল্পের নামে থাকা পাঁচ টাকা দামী ওই স্ন্যাক্সের প্যাকেট খুললেই মিলছে নানা রকম ধাতব অলঙ্কার। কোনো কোনো প্যাকেটে মিলছে নগদ টাকার কুপন। তবে শুধু গিফ্টের টানেই নয় ওই দুই স্ন্যাক্স খেতেও ভালো বলছেন ক্রেতারা। সরকারি দুই প্রকল্পের নামে স্ন্যাক্স বাজারে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।