অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত চাঁপাতলা মোটা আইল সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় একটি যন্ত্র চালিত ভ্যান লাইট বিহীন অবস্থায় টস লাইট জ্বালিয়ে আসছিল ঠিক তখনই একটি বাইক কাছাকাছি চলে আসে বাইকটি তখন দৃশ্যমানতা হারিয়ে ফেলেন।

অর্থাৎ টস লাইট জ্বালিয়ে আসা ভ্যান দেখে বিভ্রান্ত হয় বা ভ্যানটাকে চিনতে সমস্যা হয় ওই বাইক আরোহীর তারপর কাছাকাছি আসতেই বাইক আরোহী দেখতে পায় ওটা ভ্যান ছিল তারপর সাইট কাটিয়ে যেতেই পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকে গিয়ে সজরে ধাক্কা মারে ঘটনায় আহত হয় দুই বাইকে থাকা তিন বাইক আরোহী।

স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায় একজনের আঘাত গুরুতর থাকায় চিকিৎসকেরা অন্যত্র স্থানান্তর করেন। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।