দৃশ্যমানতা
তমাল সাহা
১) জলপ্রপাত
সত্য সেলুকাস,
কী বিচিত্র এই দেশ!
হায়, নেই কোনো অবশেষ–
শুকিয়ে গিয়েছে বাংলার নদনদীর সব জল।
সেইসব জল গিয়ে জমা হয়েছে
পার্বত্য মণিপুরে নেমেছে ঢল!
২) খোয়াড়ি খেল
খেলা জমেছে বেশ
পার্লামেন্ট অ্যাসেম্বলিতে
আয়, আমৱা মুখ দেখি আৱশিতে।
এ বলে তুই ঘাতক, ও বলে তুই !
এ বলে জয় রাধে! ও বলে জয় কৃষ্ণ!
আমাদের নৌকাবিলাস গঙ্গা-যমুনাতে।
৩) বাংলাৱ জন্য
বাংলার জন্য কাঁদিনি কখনো
এখন মণিপুরের জন্য কাঁদি!
গেঁয়ো যোগী পায় না ভিখ
এ তো সত্য চিরকালই।
৪) নৈকট্যের সংবাদ
ভারতবর্ষের বুকে
অন্ধকার ঘনতর হয় বুঝি
গেস্টাপোরা অন্যরূপে আসে।
এখনই তো সময় এসো কাছাকাছি
আরো নিকটতর হই
ছড়িয়ে ছিটিয়ে থেকো না আশেপাশে।
৫) এই মুহূর্তে
এই মুহূর্তে
শব্দকোষের নিকৃষ্টতম শব্দ দুটি, জানো কি তা?
যৌনতা এবং মৌনতা