দৃশ্যমান এই দেশ
তমাল সাহা

১)উভলিঙ্গ

গোয়েবলস শব্দটি উভলিঙ্গ
নারীও হতে পারে।
জার্মানে ছিল
পাড়ি দিতে পারে বঙ্গোপসাগরে!

২)হস্তিমূর্খ কহে

গোয়েবলসের অপপ্রচারের কারণেই
আড়াই লক্ষ ইহুদি ফিনিশ!
বোঝো হে গঙ্গাপারের মানুষ
মিথ্যাচার কি জিনিস!

আরো শোনো,
রাষ্ট্রের তো বিশাল ক্ষমতা গেস্টাপো বাহিনী
চারিদিকে সন্ত্রাস
কেউ ঘাতক শাসককে বাঁচাতে পারেনি
জনতা যখন প্রত্যয়ী চেতাবনী।

শোনো গাঙ্গেয় মানুষ!
রাষ্ট্র আসলে দিতে পারেনা কোনো নিরাপত্তা
হিটলার-গোয়েবলসকেও করতে হয়েছিল আত্মহত্যা।

তাহলে এখানে হবে কি পরিণতি?
ইতিহাস তো লেখা হবেই
ইতিহাস শব্দটির আগে জুড়ে আছে ইতি!