নিজের রাজ্যে ঘটছে ধর্ষণ।তিনি তখন নীরব। অন্য রাজ্যে ঘটছে যখন,তখন তিনি বিশাল প্রতিবাদী!!

দৃশ্য
তমাল সাহা

(এক)

দুমুখো শাসক

পার্কস্ট্রিট, কাটোয়া
কামদুনি,খরজুনা,মধ্যমগ্রাম–
ধর্ষণ কাণ্ডে শাসক ছিল রথে।

সে আজ মহা প্রতিবাদী!
হাথরাস মনীষা ধর্ষণ কাণ্ডে
হাঁটছে রাজপথে।

বঙ্গীয় বাতাস বলে ওঠে
রে শাসক, নেই তোর কোনো লজ্জা?
মানুষ সব ভুলে যায় নাকি,
এ কি তোর দুমুখো সাজসজ্জা!

(দুই)

অভিনেত্রী

কী অভিনয় তোমার!
প্রিয়তমা দেবী আমার।
একই অঙ্গে এতো রূপ!

প্রতিদিন
কাট-আউটে তোমার
জ্বালবো দীপ, দেবো ধূপ!

তোমার অভিনয় দেখি
আমি প্রতিক্রিয়াহীন দর্শক।
তোমার কী দোষ!
আমিও তো এক প্রকার ধর্ষক!

মনীষা বাল্মীকি কি লজ্জা পেলো!
মাথা তো আমার নিচু হলো।

০৩.১০.২০২০