কার্ফু জারি বাতাসে।
সাঁজোয়া গাড়ি রাস্তায়। এ কোন সময়।
মৃতদেহ পাহারা দিতেও লাগে এতো নিরাপত্তা বলয়– পুলিশ, বন্দুক, মেশিন গান
মৃতদেহ এত চলমান!

দৃষ্টান্ত
(চোখে আমার প্রিয় মানুষ চারু মজুমদারের মুখ)
তমাল সাহা

তুমি কি চেনো সেই মানুষটিকে
আমৃত্যু শ্বাসকষ্ট ছিল যার?
অথচ বিস্তীর্ণ করবে শ্বাসবায়ু
দিক থেকে দিগন্তে
ভেঙে দেবে শোষণের পাহাড়–
এমনই প্রত্যয় ছিল তার
খুলে দেবে ঊষার দুয়ার।

শ্বাসকষ্ট নিয়ে ধুঁকতে ধুঁকতে
বিপ্লবের গান নিয়ে সে
এ প্রান্ত থেকে ও প্রান্ত ধায়
কি অপূর্ব প্রাণের চেতনায়!

শ্বাসকষ্ট ছিল তার চুড়ান্ত–
মুক্ত বায়ুতে মানুষ নেবে শ্বাস
তাই তো সে বুঝেছিল তার মর্ম।
মানুষ মানুষই দুনিয়ার সিদ্ধান্ত
মানবতাই ছিল তার আফিম-ধর্ম।

মানুষটি সিঁড়িভাঙা পদ্ধতিতে
শুরু করেছিল কাজ।
প্রথমে যোগ
পরে আগাছা বিয়োগ
এবার গুণ নিয়ে সামনে এগোও
তারপর তো কাজ বিশাল– ভাগ।
দেখো,দেখো উজ্জ্বল পূর্বকোণ
এসেছে প্রভাত বিস্তৃত অরুণ রাগ…

এমন মানুষ দ্বিতীয়
তুমি খুঁজে পাবে কি শেষ পর্যন্ত?
সে এক ঐতিহাসিক দৃষ্টান্ত।