অবতক খবর,২৩ ফেব্রুয়ারী,অভিষেক দাস,মালদা:- অনুরাগ কশ্যপ পরিচালিত ২০১২ সালের গ্যাংস অব ওয়াসেপুর অপরাধ চলচ্চিত্রের কথা মনে পড়ে অপনাদের ! না ক্রাইম থ্রিলার অ্যাকশন টেলিভিশন সিরিজ মির্জাপুরের কথা মনে পড়ছে! মনে করতে না পারলে ছেড়ে দিন। কারণ এই ওয়েব সিরিজ বা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে মালদা! রাজনৈতিক ক্ষমতা দখল হোক কিংবা পারিবারিক গন্ডগোল অথবা মদের আসর থেকে ভলিবলের টুর্নামেন্টের উদ্বোধন,,,,,,ছুটছে ‘বুলেট’। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র ?
বছরের শুরু থেকে একের পর এক খুনের ঘটনা কেন ঘটছে ?

জেলায় ক্রমশ বাড়ছে অপরাধ কার্যকলাপ ?

নিরাপত্তা কোথায় মালদা বাসির?

দেখুন এক নজরে বছরের শুরু থেকে কতগুলো অপরাধমূলক কার্যকলাপ হয়েছে আপনার প্রিয় শহর বা জেলা এই মালদায় ,,,,,,

২ জানুয়ারি : ইংলিশ বাজার শহরে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে

১৪ জানুয়ারি: কালিয়াচকের নওদা যদুপুরে খুন হন তৃণমূল কর্মী

২২ শে জানুয়ারি : কালিয়াচকের সাহেলাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি

২৬ শে জানুয়ারি: মানিকচকের নুরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি

২৮শে জানুয়ারি : বৈষ্ণব নগরের রাধানাথ টোলা এলাকায় মদের আসরে খুন যুবক

১লা ফেব্রুয়ারি : বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলা

১৪ই ফেব্রুয়ারি: সাবিত্রী মিত্রের গাড়ি চালকের ওপর হামলা

এরপর ২১ শে ফেব্রুয়ারি: রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রভাবশালী নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকি

জেলা পুলিশের দাবি চলতি বছরে আগ্নেয়াস্ত্র কারবারে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রায় ২৫টি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হয়েছে ৩২ টি কার্তুজ
এ সপ্তাহে উদ্ধার আরো পাঁচটি সেভেন এমএম পিস্তল এবং দশটি ম্যাগাজিন

কিন্তু এত অস্ত্র আসছে কোথা থেকে

সূত্রের খবর বিহারের কাটিহার সাহেবগঞ্জ হয়ে সড়কপথে মালদা। অথবা ঝাড়খণ্ডের রাজমহল হয়ে গঙ্গা নদী কিংবা পাকুড়ের সড়ক পথ ধরে মালদা। রেল পথ ধরে বিহার ঝাড়খন্ড থেকে ঢুকছে আগ্নেয়াস্ত্র।

আগ্নেয়াস্ত্রের দাম

পাইপ গান ১২ থেকে ১৫ হাজার।

সেভেন এম এম বা নাইন এমএম পিস্তল ৩৬ থেকে ৪০ হাজার।

থ্রি নট থ্রি ৪৫ থেকে ৫০ হাজার।

রিভলভার ১ লক্ষেরও বেশি।

এদিকে মালদায় ধারাবাহিকভাবে এইসব ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। নেতা মন্ত্রী এবং প্রভাবশালীদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ এবং ব্যবসায়ী কোথায় যাব। আমরা মনে করি পুলিশকে আরো সক্রিয় হওয়া দরকার।

মালদায় যেসব ঘটনা ঘটছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশ খুব সক্রিয়। বিজেপি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এন্টি সোশ্যালদের নিয়ে এসে ভারতের মানচিত্রে এই রাজ্যকে ছোট করার জন্য চক্রান্ত করছে। দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুণ্ডুর।

গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই। আমরা মনে করি পুলিশকে আরো বেশি অ্যাকটিভ হওয়া প্রয়োজন। দাবি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর।

অন্যদিকে এই নিয়ে পুলিশকে আরো সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি জানিয়েছেন মানুষের নিরাপত্তা কোথায় আমি মানুষকে নিয়ে ভাবছি। তারা কোথায় যাবে।