অবতক খবর,২৪ মে: কাঁচরাপাড়া শহরের বিশেষ কিছু ক্লাব,স্কুল এবং কমিউনিটি হলে যশে বিপর্যস্ত মানুষদের রাখা হবে। নিম্নে বর্ণিত স্থান গুলিতে ঘূর্ণিঝড়ের আগেই মানুষজনকে সরিয়ে নেওয়া হবে—-
১.কাঁচরাপাড়া পলেটেকনিক বয়েস হাই স্কুল।
২.কাঁচরাপাড়া পলেটেকনিক গার্লস হাই স্কুল।
৩.জোনপুর বয়েস হাই স্কুল।
৪.৫-এর পল্লী স্কুল।
৫.জনতা হাই স্কুল।
৬.কাঁচরাপাড়া হাই স্কুল।
৭.৯ নং ওয়ার্ড কমিউনিটি হল (লুলাবাবার মন্দিরের পেছনে)।
৮.কাঁচরাপাড়া ২১ নং ওয়ার্ড সাহাপুকুর এবং টাওয়ার মাঠের কমিউনিটি হল।
৯.মানিকতলা কমিউনিটি হল।
১০.১২ নং ওয়ার্ডের কমিউনিটি হল।
১২.কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুল।
এই স্থানগুলো যথাযথভাবে স্যানিটাইজ করা হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
এছাড়াও ব্যবস্থা থাকছে পানীয় জল,শুকনো খাবার,মাস্ক, জরুরি অবস্থার ক্ষেত্রে ওষুধ এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে।