দেখো হে ঈশ্বর আল্লাহ আমরা কেমন আছি
তমাল সাহা
১) বগল বাজাও
সবই ধর্মের চোরাবালি
এ বলে পয়গম্বর, ও বলে কালী।
তুমি জনগণ শালা বোকচন্দর!
মেনে নাও সব খানাখন্দর।
পথে ব’সে কাঁদে বেকার প্রজন্ম
মালা তসবির জপে করো ধম্ম কম্ম।
তুমি বেশ খাসা আছো।
ভোট নিয়ে ওরা নাচায় তুমি নাচো!
জয় আল্লা! জয় কালী!
তুমি লক্ষ্মীর ভাণ্ডার বগলে নিয়ে
গঞ্জিকায় দাও দম, মারো তালি!
২) ম্যাজিক
অদ্ভুত আশ্চর্য তরুণ মজুমদার
দেখালো অপূর্ব ভেল্কি।
অদশ্য হয়ে গেল
নিল না ফুল, নিল না ফুলকি!
৩) পূর্ণ করো
পৃথিবীর কোথাও নেই শূন্য
যত ফাঁকফোকর আছে করে দাও পূর্ণ।
শ্মশানের জমি গোরস্থানের মাঠ
যতসব পুকুর করে দাও ভরাট।
এখন তো তোমারই হাতে ক্ষমতা,তুমিই সম্রাট!
৪)দোলা চাও! দোলা চাও!
দোলা চাও! দোলা চাও!
আর কত চাও?
২৫ পার্সেন্ট কাট মানি রাখো বাকি ৭৫ পার্সেন্ট
আমাদের হাতে তুলে দাও!
দোলা চাও! দোলা চাও!