অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : রাজ্যের বহু পঞ্চায়েতে আমফান নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্নীতির উপযুক্ত তদন্ত চেয়ে পথে নামে বাম কর্মী-সমর্থকরা। আমফানে ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ডেপুটেশন দেয় ফওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। সেই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বাম কর্মী-সমর্থক।
ডেপুটেশন শেষ হয়ে যাওয়ার পরে দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য বাম নেতৃত্বের সাথে দুর্ব্যবহার ও তাদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে হাওড়ার পাঁচলা থানার সামনে বিক্ষোভ দেখায় ফরওয়ার্ড ব্লকের কর্মীরা।
এই প্রসঙ্গে পাঁচলা ব্লকের সাধারণ সম্পাদক জানান তাদের দলের সাধারণ সম্পাদক সহ অনেকজনকে বিনা কারণে গ্রেফতার করেছে দে গঙ্গা থানার পুলিশ। সেই সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা এই বিক্ষোভ দেখাছেন। তাদের কাছে খবর এসেছে উত্তর ২৪ পরগনার এস পি নিজে পার্টি নেতৃত্বের কাছে দুঃখ প্রকাশ করে তাদেরকে ছেড়ে দিয়েছেন। তাই তারা বিক্ষোভ তুলে নিচ্ছেন। তবে আগামীকাল গোটা রাজ্যে তারা ধিক্কার দিবস পালন করবেন। তিনি আরো দাবি করেন তাদের ব্লকে প্রায় ৭০% মানুষ যারা আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পান নি। বরং শাসক দলের লোকেরাই তাদের তহবিল বাড়িয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে তারা বড়ো আন্দোলনে নামবেন।