অবতক খবর , ইসলামপুর : রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরীর চেষ্টায় ইসলামপুর আলুয়াবাড়ি রেলস্টেশনে দক্ষিণ ভারত গামী দুটি ট্রেনের স্টপেজ হতে চলেছে। এই মর্মে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল গত চার তারিখে রায়গঞ্জের সাংসদ ও মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে একটি চিঠি লিখে জানিয়েছেন।
প্রসঙ্গত, দেবশ্রী চৌধুরী গত ২৭ আগস্ট রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। ইসলামপুরে বেশ কয়েকটি ট্রেনের স্টপেজের দাবি তুলেছিলেন। রেলমন্ত্রী এই দুটি ট্রেনের স্টপেজের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। বিজেপির ইসলামপুর টাউন মন্ডল সভাপতি সন্দীপ ভট্টাচার্য বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জানান, এনজিপি এম এ এস ও কামাখ্যা পুরি এক্সপ্রেসের স্টপেজ ইসলামপুর আলুয়াবাড়ি রেলস্টেশনে হবে। এই ছাড়া ক্যাপ্টেন এক্সপ্রেস ও নর্থ ইস্ট এক্সপ্রেস সহ কয়েকটি আরো ট্রেনের স্টপেজ এর ব্যাপারে রেলমন্ত্রীকে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।
সন্দীপ বাবু বলেন,ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনের আধুনিকীকরনের বিষয়টাও জানানো হয়েছে মন্ত্রীকে।