অবতক খবর,১৪ অক্টোবর: দেবিপক্ষের সূচনায় মাতলো বহরমপুর। পিতৃপক্ষের অবসান এবং আজ থেকে দেবীপক্ষের সূচনা আগমনী গানের অতীতকে স্মরণ করে মায়ের আশার অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়েছে। শাস্ত্র মতে দেবিপক্ষের আগের কৃষ্ণের প্রতি পদে মোট মত্যধামে নেমে আসেন পিতৃ পুরুষরা অপেক্ষা করেন উত্তর সূরি দের কাছ থেকে জল পাওয়ার ।আজ মহালয়ার ভোর, পূর্বপুরুষদের উদ্দেশ্যে বহরমপুর গঙ্গার ঘাটে প্রতিবছরের মতো এবারও তর্পনের আয়োজন করা হয়। কাক ভোর থেকে চলে এই প্রথা বহরমপুর বিভিন্ন গঙ্গার ঘাটে।

গঙ্গার ওপারে রাধারঘাটের দিকেও এই প্রথা পালন করা হয়। হাজার হাজার মানুষ মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে তর্পনের জন্য হাজির হন। এই তর্পনে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয় এবং আগে থেকেই ঘাট গুলো পরীক্ষা করে নেয়া হয়েছে। ঘাট গুলিকেও বহরমপুর পৌরসভার পক্ষ থেকে আবর্জনা মুক্ত করা হয়। প্রচুর পরিমাণে সিভিক পুলিশ গঙ্গার ঘাটে মোতায়ন করা হয়েছিল। এছাড়াও সাদা পোশাকে পুলিশ ছিল ভিড়ের মধ্যে। নির্বিঘ্নে মানুষ গঙ্গায় এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন।