পৌষ সংক্রান্তি কাটলো। সাগরমেলায় স্নান হলো।

রবীন্দ্রনাথের প্রতি ক্ষমা চেয়ে আজকের দিনে এই অক্ষরসজ্জা

দেবীর গ্রাস
তমাল সাহা

রবীন্দ্রনাথ!
কেন তুমি আমাদের ঘিরে রাখো চারপাশ?
সবকিছুতেই তোমার ছায়া পড়ে
আমাদের যাপিত জীবনে বারোমাস।
তোমাকে ছেড়ে যাই কোথায়?
তুমি ইঙ্গিতে ইশারায়
লিখে গেছ আমাদের সর্বনাশ।

দেবতার গ্রাসে ছিল নিঃসন্তান মাসি
এখানে কেন তাকে বানালে নিষ্ঠুর পিসি?
হায়! এতো ভয়ঙ্কর সর্বনাশী।
কোর্টের সঙ্গে তার দোস্তি-বদমাইশি!

কেন তুমি লিখেছিলে,
‘চল তোরে দিয়ে আসি সাগরের জলে’?
সে তো এখন বড় নির্মম সত্য
তুমি কী জ্যোতিষী ছিলে!
কেন তবে আগাম লিখে গেলে
এই মৃত্যু হাহাকার আমাদের কপালে?

মাসির বদলে পিসিকে কেন
এখানে এতো প্রাধান্য দিলে?
সাগরের জল বলে,
এ ছাড়া কী ছিল উপায় আমার!
সত্যভাষী রবীন্দ্রনাথকে কি উপেক্ষা করা চলে?