অবতক খবর,১৫ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দেবসেনাপতি কার্তিক পুজো বাঙালির একটি উৎসব বা পূজা। কার্তিক পৌরাণিক দেবতা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় । কার্তিকের আরাধনায় যে শুধু পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয়। কার্তিক পুজো করলে সংসারের আয় বৃদ্ধি আসে এবং সংসারের শ্রীবৃদ্ধি ঘটে বলে জানা যায়। তাই হিন্দু সমাজে
কার্তিক সার্বজনীন বারোয়ারির তুলনায় বাড়িতে বাড়িতে পুজিত হয় বেশি।
প্রত্যেক বছর কার্তিক মাসের শেষ দিন অথবা সংক্রান্তির দিনে কার্তিক পুজো হয়ে থাকে।
তাই আজ কার্তিক পুজোর আগের দিন মৃৎশিল্পীদের কাছে কার্তিক ঠাকুর তৈরীর ঠাকুরের চক্ষুদান থেকে শেষ পর্যায়ের কাজ চলছে। মন্তেশ্বর এলাকার কাত্তিক ঠাকুর তৈরীর মৃৎশিল্পীরা শ্যামল দাস, অজয় দাসরা জানান এই বছর কালীপুজোর পর থেকে কার্তিক পুজোর সময় খুব কম থাকায় তাই গত বছরের তুলনায় এই বছর কার্তিক ঠাকুর তৈরি কম করা হয়েছে। ঠাকুর তৈরীর জিনিসপত্রের যে হারের দাম বেড়েছে, সেই তুলনায় ঠাকুরের দাম পাওয়া যাচ্ছে না। কারণ একধারে কার্তিক পুজোর উৎসাহ কমে যাচ্ছে , অন্যধারে ঠাকুর তৈরীর মৃৎ শিল্পীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে বলে জানান তারা । তার ফলে ঠাকুরের দাম সেই তুলনায় পাওয়া যাচ্ছে না। কার্তিক ঠাকুর যা তৈরি করা হয়েছে,তার কাজ এখন শেষ পর্যায়ে চলছে
অনেক মন্ডপে যাওয়ার পথে আগমন করছেন ,বলে আরো জানান মৃৎশিল্পীরা ।