অবতক খবর,৬ আগস্ট: আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানালেন দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নামকরণ হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের নামে। ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ নাম পাল্টে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’ নাম দেওয়া হল।
১৯৯১-৯২ সাল থেকে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক পুরস্কার দেওয়া শুরু করেছিলেন।
সর্বপ্রথম এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।
খেলরত্ন সম্মান যিনি পান, সেই প্রাপকের হাতে একটি পদক ও মানপত্রের সঙ্গে তুলে দেওয়া হয় ২৫ লক্ষ টাকা।
এদিন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন,”দীর্ঘদিন ধরেই দেশের মানুষ তাকে অনুরোধ করছিলেন যাতে মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন নামকরণ করা হয় দেশবাসীর আবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত।”